পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, জামায়াত একটি জঙ্গি সংগঠন। তাদের নিবন্ধন নেই ওরা আইনতও নির্বাচন করতে পারবে না। তারপরও নির্বাচন কমিশন আছে তারা এই বিষয় গুলো দেখবে। নির্বাচন কমিশন স্বাধীন একটি সংস্থা।
শনিবার (০৯ সেপ্টেম্বর) সকালে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার আব্দুল মজিদ কলেজের (৫ তলা) প্রশাসনিক কাম মাল্টিপারপাসের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পরিকল্পনা মন্ত্রী এইসব কথা বলেন।
পরিকল্পনা মন্ত্রী আরও বলেন, ঋণ খেলাপিরা খুবই খারাপ। আমাদের দেশে ঋণ খেলাপিদের ধরতে আইন আছে। যে ব্যাংক থেকে ঋণ নেয়া হয় ঐ ব্যাংক খেলাপিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্হা নিতে পারবে।
নির্বাচন প্রসঙ্গে পরিকল্পনা এম এ মান্নান বলেন, নির্বাচন হবে প্রচলিত আইন অনুযায়ী। কোনও পন্ডিত যদি বলে নির্বাচন সুষ্ঠ হয় নি তা হলে হবে না। সাধারণ মানুষ কি চায় সেটা দেখতে হবে। সাধারণ মানুষ যদি বলে নির্বাচন সুষ্ঠ হয় নি তা হলে বলা যায় যে নির্বাচন সুষ্ঠ হয় নি। কিন্তু সাধারণ মানুষ তো বলছে নির্বাচন সুষ্ঠ হচ্ছে। সাধারণ মানুষ তো নির্বাচনে স্বতঃস্ফূর্ত ভাবে অংশ গ্রহণ করছে।
কেউ যদি নির্বাচনে বিশৃঙ্খলা করার চেষ্টা করে তা হলে কাউকে ছাড় দেয়া হবে না।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ারুজ্জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নূর হোসেন প্রমুখ।